জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৫ সালের হিসেব অনুযায়ী দেশে শিক্ষিতের হার ৬১ শতাংশ বলে সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে ঢাকা-১ আসনের সংসদ সদস্য বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী ৯৭ দশমিক ৯৪ শতাংশ শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ঝরেপড়ার হার কমে ২০ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে এবং শিক্ষাচক্র সমাপনের হার ৭৯ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে।
শিক্ষার হার বৃদ্ধিকল্পে বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি, ঝরেপড়ার হার কমানো, উপস্থিতির হার বাড়ানো এবং শিক্ষাচক্র সমাপনের হার বৃদ্ধির জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএম/আইএ