ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ২ লাখ টাকার জাল নোটসহ ২ য‍ুবক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
চান্দিনায় ২ লাখ টাকার জাল নোটসহ ২ য‍ুবক আটক

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় দুই লাখ টাকার জাল নোটসহ বাদশা মিয়া (৩৫) ও নূরে আলম (৩০) নামে দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক যুবকরা হলেন- কুমিল্লার সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের তাজু মিয়ার ছেলে বাদশা মিয়া ও একই উপজেলার শাহ্চাঁদপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে নূরে আলম।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, মহাসড়কে অভিযানকালে ঢাকাগামী নীল রঙয়ের একটি প্রাইভেটকার (কুমিল্লা-ভ-০২-০১১৪) তল্লাশি চালিয়ে চালক নূরে আলম ও যাত্রী বাদশা মিয়ার পকেট থেকে এক হাজার টাকা নোটের দেড় লাখ ও ৫শ’ টাকা নোটের পঞ্চাশ হাজারসহ মোট দুই লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাড়িসহ তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানা তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।