ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে দুই শিশু আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে দুই শিশু আহত

ঢাকা: রাজধানীর ইব্রাহীমপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়া ইটের আঘাতে রাহাতুল ইসলাম রাব্বি (১০) ও মো হানিফ (০৮) নামে দুই শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উত্তর কাফরুলের ইব্রাহীমপুর ওয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।



আহত রাব্বি স্থানীয় হাদিস আলীর ছেলে। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর থানার টিকলী গ্রামে। সে বাবা-মা’র সঙ্গে ইব্রাহীমপুর ওয়ালবাড়ি এলাকার আজগর মিয়ার তিনশেড বাড়িতে ভাড়া থাকে।

রাব্বির বাবা বাংলানিউজকে জানান, সে মিরপুর-১৪ এর সেনাপল্লি হাইস্কুলের ছাত্র। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী আরেক শিশু হানিফের সঙ্গে স্কুলে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে ঢামেকে চিকি‍ৎসাধীন রয়েছে।

অপর শিশু হানিফ একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আহত অবস্থায় প্রথমে ঢামেকে আনার পর উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে নিয়ে ‍যায় তার বাবা-মা।

ঢামেকের পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এজেডএস/জেডএফ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।