রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন ও সালেহা ইমারত মেডিকেল সেন্টার আয়োজিত চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের চিকিৎসক ওয়াহিদা বেগমের নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা দেন।
সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন এনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিন। সকাল আটটা থেকে দিনব্যাপী রোগী দেখেন চিকিৎসকরা। এতে বিনামূল্যে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং দুই শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎকরা।
এ সময় উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, সালেহা ইমারত হিমাগারের জেনারেল ম্যানেজার নাদিরুজ্জামান আলম, ম্যানেজার সাজ্জাদুর রহমান জুয়েল, হিসাব শাখার ব্যবস্থাপক সোহরাব হোসেন মাসুম, আব্দুল মজিদ, মোজাফ্ফর হোসেন, আসলাম হোসেন, আফজাল হোসেন, রেজাউল করিম প্রমুখ।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন ও মেডিকেল সেন্টার গত নয় বছর ধরে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে আসছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএস/আরএম