ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ সদস্যদের প্রতি আইজিপি

নিদোর্ষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
নিদোর্ষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন আইজিপি এ কে এম শহীদুল হক

ঢাকা: দায়িত্ব পালনকালে কোনো নিদোর্ষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড ও অস্ত্র/মাদক উদ্ধারে সাফল্যের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।



আইজিপি বলেন, আমরা সেবা ও গণমুখী পুলিশিং ব্যবস্থা চালু করেছি। এই চর্চা প্রত্যেক পুলিশ সদস্যের মধ্যে থাকতে হবে। সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে ও সুসম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টরালেন্সে আছে। পুলিশের সব সদস্যের এ দু’টি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আলেম সমাজকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। জনগণকে বোঝাতে হবে, জঙ্গিবাদ সমাজে ধ্বংস ডেকে আনে, এক্ষেত্রে পুলিশকে সব ধরনের সহযোগিতা করতে হবে।

এর আগে তিনি কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৪ জন পুলিশ সদস্যকে আইজি’জ ব্যাজ পরিয়ে দেন। এবারই প্রথম পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের ১০ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়া মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাফল্যের জন্য পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পুরস্কৃত করেন আইজিপি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এনএ/জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।