ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ট্রাক-ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ঝালকাঠিতে ট্রাক-ফেনসিডিলসহ আটক ২ ছবি : প্রতীকী

ঝালকাঠি: ঝালকাঠিতে ৩০৫ বোতল ফেনসিডিলিসহ একটি ট্রাক আটক করা হয়েছে। এ সময় ওই ট্রাক থেকে দুই বিক্রেতাকেও আটক করেছে বরিশাল আর্মড পুলিশ।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলার গাবখান ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ফেনসিডিল বহন করা একটি মিনি ট্রাকও জব্ধ করে পুলিশ।

ঝালকাঠি সদর থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার জানান, সাতক্ষীরা থেকে একটি লাল রঙের মিনি ট্রাকে করে ফেনসিডিল আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল আর্মড পুলিশের একটি দল ঝালকাঠির গাবখান সেতু এলাকায় অবস্থান নেয়।

বিকেলে ট্রাকটি ওই সড়ক অতিক্রম করার সময় ট্রাকটি থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ট্রাকের ভেতরে অভিনব পদ্ধতিতে বক্স তৈরি করে তার ভেতরে রাখা ৩০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ সময় ট্রাকে থাকা দুইজনকে আটক করা হয়। এরা হলেন-সাতক্ষীরা সদরের আবদুস সবুর মণ্ডল ও মোহাম্মদ গাজী।

পরে মিনি ট্রাক ও ফেনসিডিলসহ তাদের ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানায় ওই এসআই।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।