ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঘায় ধর্ষণ মামলার আসামির আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
বাঘায় ধর্ষণ মামলার আসামির আত্মহত্যা

রাজশাহী: রাজশাহীতে ধর্ষণ মামলার এক আসামি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে তিনি বিষপান করে আত্মহত্যা করেন।

রিপন শেখ (২২) নামে ওই যুবক বাঘা উপজেলার বাজুবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি পদে কর্মরত ছিলেন। ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন রিপন।

তিনি একই উপজেলার আমোদপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

এর আগে, ২০১৫ সালের ২৫ নভেম্বর উপজেলার বাজুবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দফতরি রিপনের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করে একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মা। ওই মামলায় রিপন ছাড়াও সহযোগী হিসেবে আরও দু’জন আসামির নাম ছিল। যারা বর্তমানে জামিনে রয়েছেন। তবে পলাতক ছিলেন একমাত্র রিপন।

নাম প্রকাশে অনিচ্ছুক রিপনের এক আত্মীয় জানান, দায়ের করা মামলায় রিপনের জামিন হওয়ার সম্ভাবনা কম। তাই স্থানীয়ভাবে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছিল তার পরিবারের লোকজন। কিন্তু দীর্ঘ সময় পালিয়ে থাকতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে রিপন। বৃহস্পতিবার দুপুরে পাশের নাটোর জেলা সদরে তার এক আত্মীয়ের বাড়িতে বিষপান করে রিপন। পরে ওই পরিবারের লোকজন তাকে নাটোর মিশন হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীরর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ জানান, তিনি রিপনের মৃত্যুর খবর শুনেছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।