ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনীতির সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ওয়েস্টিন হোটেলে এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
‘সাসটেইনেবল বাংলাদেশ আরএমজি অ্যান্ড টেক্সটাইল সেক্টর থ্রু কনটিনিউস ইমপ্রুভমেন্ট ফর লেবার গাইডস অ্যান্ড ফ্যাক্টরি সেফটি ফ্রম ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপিয়ান কমিশন যৌথভাবে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, তাজরীন ফ্যাশনে দুর্ঘটনা ও রানা প্লাজা ধসের পর পোশাক খাতে সচেতনতা বাড়ানো হয়েছে। এখন শ্রমিকদের বেতন প্রায় দ্বিগুণ হয়েছে, কর্মপরিবেশ উন্নত হয়েছে। ইপিজেডসহ সব কারখানার শ্রমিকেরা খুশি। আমরা সবাইকে নিয়ে অন্যান্য সমস্যা সমাধানে চেষ্টা করছি।
ক্রেতারা এ দেশের পোশাক কারখানা পরিদর্শন করে সন্তষ্ট। বর্তমানে এ খাত থেকে ৫০ বিলিয়ন ডালার অর্জন করা যাচ্ছে। অচিরেই তা ৬০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলেও জানান তিনি।
তোফায়েল বলেন, খুব শিগগিরই আমরা মধ্যম আয়ের দেশে প্রবেশ করবো। আমাদের লক্ষ্য উন্নত দেশে পরিণত হওয়া।
গোলিটেবিল আলোচনার সমন্বয়ক হেদায়াতউল্লাহ মামুনের পরিচালনায় এতে আরও অংশ নেন- শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের সচিব মাইকেল শিপার, পোশাক শ্রমিক নেতা কল্পনা আক্তার, জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আক্তার, ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধি অ্যাড্রেজ জুলি, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি মিস শরাফক্স, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিশেষ উপদেষ্টা ড্যান্ট কনো প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএস/টিআই
** বৈদাশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পোশাক শ্রমিকদের