ঢাকা: অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বাজারজাত করা অপরাধে গাজীপুরের ব্রিস্টল ফার্মা লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( জানুয়ারি ২৮) সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থেকে বাংলানিউজকে এ তথ্য জাননো হয়।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।
র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বাংলানিউজকে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে গাজীপুর কোনাবাড়ীতে অবস্থিত ব্রিস্টল ফার্মা ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছে।
তিনি জানান, প্রতিষ্ঠানটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়াই সেফিক্সিম-২০০, সেফোটক, সেফোরেট-৫০০, সেফাডিন ০৫ মিলি, সেফরাডিন ৫০০ ক্যাপ, ফ্লুক্লক্সাসিলিন ৫০০ মি. গ্রা. তৈরি এবং পেনিসিলিন ও সেফালোস্প্রেরিন জাতীয় ওষুধ উৎপাদন এবং বাজারজাত করে আসছে।
এই অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০’র ২৭ ধারা মতে উক্ত প্রতিষ্ঠানের অ্যাসিসট্যান্ট ম্যানেজার বিশ্বজিত দাসকে (৩৮) ১০ লাখ টাকা এবং একই অপরাধে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার রবিউল হাসানকে (৪৬) ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক এটিএম গোলাম কিবরিয়া এবং ওষুধ পরিদর্শক ফজলুল হক।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এনএ/এসএইচ