সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৮ লাখ ৭৯ হাজার ৩৩০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
শনিবার(৩০ জানুয়ারি) কলারোয়া উপজেলার মাদরা, কাকডাংগা ও সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
রাত ৯টার দিকে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, ৩৮ ব্যাটালিয়নের মাদরা, কাকডাংগা এবং তলুইগাছা বিওপির সদস্যরা পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, থান কাপড়, দুধ, চা পাতা এবং স্টিল সামগ্রী জব্দ করেছে। যার মূল্য প্রায় ২৮ লাখ ৭৯ হাজার ৩৩০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পিসি/