ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে বাড়ির আঙিনায় গাঁজা গাছ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বদরগঞ্জে বাড়ির আঙিনায় গাঁজা গাছ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার পুটিমারি গ্রামের কয়েকটি বাড়ির আঙিনায় গাঁজার চাষ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ওই গ্রামের কয়েকজন  প্রভাবশালী নিজের বাড়ির আঙিনায় গাঁজা গাছ রোপণ করেছেন।



অভিযোগ রয়েছে, ওই গ্রামের আতা মিয়ার ছেলে খোরশেদ, লতিব মিয়ার ছেলে হাবিবুর, আছাব উদ্দিনের ছেলে এন্দা ও ফজলের ছেলে তারাজুল বাড়ির আঙিনায়  গাঁজা চাষ করছেন। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেন না।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার কালুপাড়া ইউপির পুটিমারি গ্রামে গিয়ে কয়েক বাড়িতে গাঁজা গাছ দেখা যায়। তবে সাংবাদিকের আগমন টের পেয়ে তারা তড়িঘড়ি করে গাঁজা গাছ কেটে সরিয়ে ফেলেন।

এ বিষয়ে এন্দা ও হাবিবুর বাংলানিউজকে জানান জানান, তারা নেশা করেন না। তারা গাঁজা গাছও চেনেন না। গ্রামের তারাজুল নামে নেশাগ্রস্ত এক যুবক প্রতিটি বাড়ির আঙিনা ও টিউবওয়েলের কাছে এ গাছ রোপণ করেছেন।

জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। এটি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।