ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বন্দুকযুদ্ধে দস্যু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
বাগেরহাটে বন্দুকযুদ্ধে দস্যু নিহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরা পুটিয়ার খাল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মশিউর (৩০) নামে এক দস্যু নিহত হয়েছেন।

মশিউর ওই এলাকার দস্যু মজনু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়।

রোববার (৩১ জানুয়ারি) সকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি ১১টি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে চরা পুটিয়ার খাল এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় দস্যুরা। আত্মরক্ষার্থে র‌্যাবও এসময় পাল্টা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে বন্দু্কযুদ্ধ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধের পর দস্যু বাহিনীর বাকি সদস্যরা পিছু হটে গভীর বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালায় ৠাব সদস্যরা। এসময় সেখানে এক দস্যুর গুলিবিদ্ধ মৃতদেহ এবং পড়ে থাকা ১১টি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মৃতদেহটি দস্যু মশিউরের বলে নিশ্চিত করেছে স্থানীয় জেলেরা।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে – দু’টি দোনলা বন্দুক, তিনটি একনলা কাটা বন্দুক, দু’টি একনলা বন্দুক, তিনটি এলজি, এয়ার রাইফেল, ২৯ রাউন্ড বন্দুকের তাজা কার্তুজ, ১২৬ রাউন্ড পয়েন্ট ২২ বোর রাইফেলের গুলি, ২৯৭ রাউন্ড এয়ার গানের গুলি, ৩২টি বন্দুকের ফায়ারকৃত কার্তুজ (খোসা), পাঁচটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র/রামদা, মোবাইল সেট, সিমকার্ডসহ দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ রশদ সামগ্রী ও তৈজষপত্র।

মেজর আদনান কবির আরো জানান, দস্যু মজনু বাহিনী দীর্ঘ দিন ধরে সুন্দরবনের শ্যালাগাং, হারবাড়িয়া, শিবসা ও পশুর নদী এলাকায় জেলে ও বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলো।

এ ঘটনায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামসহ নিহত দস্যুর মরদেহ র‌্যাবের পক্ষ থেকে বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬/আপডেট: ১৪৩৮
এসআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।