ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

র‌্যাগিংয়ের দায়ে শাবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
র‌্যাগিংয়ের দায়ে শাবিপ্রবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় প্রাথমিক সংশ্লিষ্টতার প্রমাণিত হওয়ায় ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।



বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোশাররফ হোসেন রাজু, সমাজকর্ম বিভাগের অসীম বিশ্বাস, গণিত বিভাগের নজরুল ইসলাম রাকিব, মোশাররফ হোসেন এবং একই বিভাগের মাহমুদুল হক।

উপাচার্য বাংলানিউজকে বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির বিন আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-অধ্যাপক আমেনা পারভীন ও প্রভাষক মুন্সী নাসের ইবনে আফজাল। কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।