ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
হিলি সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের কামাল গেটের পাশে ভারত অভ্যন্তর থেকে তালেব হোসেন (৩৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাকে আটক করে বিএসএফ।

আটক তালেবের বাড়ি সান্তাহারে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সীমান্তের কামালগেট এলাকা দিয়ে চোরাচালানী পণ্য আনতে ভারতে যায় তালেব। সেখান থেকে শরীরে ফিটিং অবস্থায় কয়েকটি শাড়ি নিয়ে এপারে আসতে গেলে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক জানান, সীমান্ত অতিক্রম করে পণ্য আনতে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক বাংলাদেশিকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।