ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ কর্মকর্তার ওপর হামলা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
পুলিশ কর্মকর্তার ওপর হামলা, আটক ২

বরিশাল: মামলার তদন্তকালে বরিশালের আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।  
 
এ ঘটনায় আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মর্তুজা খানের শ্যালক কাওসার হাওলাদার ও নূর হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ।


 
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সদরের নগরবাড়ী এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
 
আহত এসআই মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
 
ওসি মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খানের শ্যালক আমিন হাওলাদারকে চাঁদাবাজীর মামলায় সোমবার গ্রেফতার করা হয়।
 
সকালে মামলার তদন্ত কাজে এসআই মিজানুর রহমান নগরবাড়ী এলাকায় গেলে আমিন হাওলাদারের ভাই কাওসার হাওলাদার, নূর হোসেন হাওলাদার ও ভাগনা (চেয়ারম্যানের ছেলে) শাহাবাজসহ স্বজনরা তার ওপর হামলা চালায়।
 
পরে, আহত অবস্থায় এসআই মিজানুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
হামলার ঘটনা জানতে পেরে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দুই শ্যালককে আটক করে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।