ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন রাষ্ট্রদূত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট, অ্যালিসন ব্লেইক ও সোফি অবেয়ার

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) আলাদাভাবে বৈঠকে বসছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের তিন রাষ্ট্রদূত। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে।



সূত্রমতে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে বৈঠকে বসেছেন।   বেলা সাড়ে ১১টা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের বৈঠকটি শুরু হয়।

বাংলাদেশে ওই তিন দেশের দূতাবাসগুলোর অনুরোধ সাপেক্ষেই বৈঠকগুলো হচ্ছে বলে সূত্র নিশ্চিত করে। তবে কি বিষয়ে রাষ্ট্রদূতরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র জানায়, দুপুর ১টা থেকে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক ও দুপুর ২টা থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবেয়ারও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএমএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।