ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনায় নিখোঁজ সহোদরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
মেঘনায় নিখোঁজ সহোদরের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: মেঘনা নদীতে বালুবাহী কার্গোডুবির ঘটনায় নিখোঁজ সহোদর মামুনুর রহমান (৪৪) ও মাসুম রহমানের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের দুইদিন পর বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের চর আব্দুল্লাহপুর এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।



মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল বাসার বাংলানিউজকে বলেন, চর আব্দুল্লাহপুর এলাকায় মেঘনা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ওই এলাকা থেকে মামুনুর রহমান ও মাসুম রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

সন্ধ্যায় স্বজনদের কাছে মরদেহ দু’টি হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

এর আগে, সোমবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালুবাহী কার্গো তলা ফেটে ডুবে যায়। এ সময় কার্গোতে থাকা ছয়জনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠে, তবে বৃদ্ধ মতিউর রহমান, তার ছেলে মামুনুর রহমান ও মাসুম রহমান নদীতে নিখোঁজ হন। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মতিউর রহমানের মরদেহ উদ্ধার হয়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।