গোপালগঞ্জ: ৩৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে জেলা প্রশাসন মেলা আয়োজন করে।
শনিবার(০৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক।
এর আগে সেখানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন।
গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাইদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার হাসি প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
পিসি