ঢাকা: ‘বিলবোর্ড পাড়া’ বললে ভুল হবে না নগরীর ব্যস্ততম এলাকা ফার্মগেট ও শাহবাগ। শত শত বিলবোর্ড সাঁটানো থাকে এসব এলাকায়।
এখন বিলবোর্ডমুক্ত করা হয়েছে এ বিলবোর্ড পাড়া। এমনকি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত কোনো বিলবোর্ডও চোখে পড়েনি।
নগরীর আগারগাঁও চন্দ্রিমা উদ্যান লেকের কাছে গোলচত্বর, বিজয় সরণি মোড়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কেও কোনো ধরনের বিলবোর্ড চোখে পড়েনি।
বিলবোর্ড পাড়া হিসেবে পরিচিত ফার্মগেট এলাকায় এখন ঝুঁলছে বিলবোর্ড সাঁটানোর অবকাঠামো, যেমন লোহার বিশাল খুঁটি ও রডের তৈরি গার্ডার। ফার্মগেটে দালানের ওপরেও এসব অবকাঠামো রয়ে গেছে।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) সরেজমিনে গেলে ফার্মগেটের রহমান ব্রাদার্সের মালিক নূর ইসলাম বাংলানিউজকে বলেন, মাসখানেক আগে বিলবোর্ডগুলো সরানো হয়েছে। যাদের বিলবোর্ড তারাই নিয়ে গেছেন।
ফার্মগেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আবু নসর বাংলানিউজকে বলেন, ‘সরারে উঠিয়ে দিছে। যাগোর বিল বোর্ড তারাই নিইছে’।
কারওয়ানবাজার ও পান্থপথ মোড়েও কোনো বিলবোর্ড নেই।
শাহবাগ মোড়ের চা বিক্রেতা রানা বাংলানিউজকে বলেন, ‘সিটি কর্পোরেশন আলারা নিইছে। যারডা হ্যা খুইলা লইয়া গ্যাছে। দিনের বেলায় নিইছে আবার রাতের বেলাইও নিইছে’।
রাতের বেলায় বিলবোর্ডগুলো মাসখানেক আগে নিয়ে গেছে বলে জানান শাহবাগ মোড়ের শেফালি ফুলঘরের মালিক আমিনুল ইসলামও। তিনি বাংলানিউজকে বলেন, ‘বিলবোর্ড আলারা খুইলা লইয়া গেছে। রাত ১২টার পর এগুলো কাটা হইছে, সকালে টিরাকে ভইরা নেয়া হইছে’।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমআইএস/এএসআর
** রাজধানী বিলবোর্ডমুক্ত! (ভিডিও)
** ‘বিলবোর্ড রাইতে কাইট্টা লইয়া গ্যাছে’