ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলকূপে চাপ দিলেই বের হচ্ছে গ্যাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
নলকূপে চাপ দিলেই বের হচ্ছে গ্যাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের একটি গ্রামে সদ্য বসানো এক নলকূপ থেকে গ্যাস উঠছে। পানি উঠানোর জন্য চাপ দিলেই বের হচ্ছে গ্যাস।

আগুন ধরিয়ে দিলে প্রতি চাপেই দপ করে জ্বলে উঠছে সেই গ্যাস।
 
স্থানীয়রা জানায়, রোববার (৩১ জানুয়ারি) গোটাপাড়া ইউনিয়নের মুখ্যাইট গ্রামের মুজিবুর রহমান বাড়িতে একটি নলকূপ বসান। এর পর থেকে ওই নলকূপের পানির সঙ্গে বুদবুদ আকারে প্রাকৃতিক গ্যাস উঠছে।
 
শনিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, এক সপ্তাহ আগে বাড়ির আঙিনায় নলকূপটি বসাই। মাটির গভীরে ১১০ থেকে ১১৫ ফুট পাইপ দিয়ে কল বসানোর পর থেকে পানির সঙ্গে বুদ বুদ সহকারে গ্যাস উঠছে। কল চাপ দিয়ে কোনো দিয়াশলাইয়ে জ্বলন্ত কাঠি ধরলে দাউদাউ করে আগুন জ্বলছে। কল থেকে তোলা পানি পাত্রে রেখে দিলে তার উপর তেলের মতো বস্তুও ভাসছে।
 
গোটাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাশারাত হাওলাদার বাংলানিউজকে বলেন, আমি এলাকার বাইরে আছি। তবে এক সপ্তাহ ধরে মুখ্যাইট গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে বসানো নলকূপ থেকে গ্রাস উঠছে বলে শুনেছি। এমন খবরে প্রতিদিন আশপাশের শত শত মানুষ ওই বাড়িতে নলকূপের পাশে ভিড় করছে।
 
স্থানীয় মুজিবুর রহমান বলেন, এক সপ্তাহ ধরে কল থেকে এভাবে গ্যাস উঠে আগুন জ্বলতে থাকায় দুর্ঘটনার আতঙ্কে আছি। প্রতিদিন শত শত মানুষ এসে ভিড় করছে।  
 
এর আগেও বাড়ির কাছেই একটি নলকূপ থেকে কয়েক মাস ধরে এভাবে গ্যাস উঠতো। পরে ওই নলকূপটি বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি।
 
এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।