রংপুর: দেশে সাংবাদিক হত্যা কিংবা নির্যাতনের প্রত্যেকটি ঘটনা তদন্তে পুলিশের সাফল্য রয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ব্যাপারে যেটা জানালে আপনারা খুশি হবেন, সে ধরনের অবস্থায় আমরা আসিনি বিধায় জানাচ্ছি না।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে রংপুরে এসে বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ চালু করা হবে। কেবিনেট নীতিগত অনুমোদন দিয়েছে। এখন আইনটি সংসদে উঠবে। সংসদে পাস হলেই প্রধানমন্ত্রীর মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্বোধন করা হবে।
তিনি আরো বলেন, রংপুরে যে জাপানি নাগরিক হত্যা করা হয়েছে, তার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত ওই মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
এরআগে রংপুর পুলিশ লাইনস মাঠে পুলিশ বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন আইজিপি।
মঙ্গলবার কমিউনিটি পুলিশিং রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেরুয়ারি ০৮, ২০১৬
এসআর/