ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ পৌরসভার নির্বাচন ২০ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
১০ পৌরসভার নির্বাচন ২০ মার্চ

ঢাকা: আরও দশটি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।



রংপুরের কাউনিয়ার হারাগাছ, ঝিনাইদহের কালীগঞ্জ, ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার নাঙ্গলকোট, বি.বাড়িয়া সদর, নোয়াখালীর কবির হাট, ফেনীর সোনাগাজী, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী এই দশটি পৌরসভার নির্বাচন ২০ মার্চ অনুষ্ঠিত হবে বলে বুধবার (ফেব্রুয়ারি ১০) বিকেলে বাংলানিউজকে জানান ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. শামসুল আলম।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৪ মার্চ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
‌ইইউডি/আরআই

** রাষ্ট্রপতিকে ইউপি নির্বাচনের বিষয় অবহিত করল ইসি
** মামলা নিষ্পত্তি না হলেও নির্বাচনের সিদ্ধান্ত ইসির!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।