মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু বক্করকে লাঞ্ছিত করার প্রতিবাদ এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।
রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সাবেক কমান্ডার শামসুল আলম সোনার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, আবুল কাশেম, মোজাম্মেল হক, নিজামুল হক, হিসাব উদ্দীন মাস্টারসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, যুবলীগ সভাপতি মোশারফ হোসেন ও ওসি (তদন্ত) মোকতার হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে লাঞ্ছনাকারী সাবেক কাউন্সিলর আলেহীম ও তার সঙ্গীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় মুক্তিযোদ্ধাসহ মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেওয়া হয়।
২৭ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় গাংনীর হাসপাতাল বাজার এলাকায় একটি চায়ের দোকানে মুক্তিযোদ্ধাদের কটূক্তি ও গালি গালাজ করার সময় প্রতিবাদ করেন মুক্তিযোদ্ধা আবু বক্কর। এ সময় তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সাবেক কাউন্সিলর আলেহীম ও তার সঙ্গীরা।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএ