ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, জানুয়ারি ৩১, ২০১৬
নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস পালন

নীলফামারী: বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা করেছে ডেনিশ বাংলাদেশ লেপ্রিস মিশন।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ।



সেখানে বক্তব্য রাখেন- সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, ডিবিএলএম ও আরএইচপি’র মেডিক্যাল কো-অর্ডিনেটর ডেভিড খান প্রমুখ।

এর আগে, ডিবিএলএম এ নতুন ভবনের দ্বার উন্মোচন করা হয়। সেখানে সিভিল সার্জন ছাড়াও ডিবিএলএম’র আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিলিয়ম সাংমা, টুপামারী ইউনিয়ন চেয়ারম্যান মছিরত আলী শাহ ও পলাশবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান তপন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও কমিউনিটি প্রোগ্রাম দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক ঘুরে আলোচনা সভায় মিলিত হয়।

প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ