ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ২ শিশু অপহরণের ঘটনায় আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
রূপগঞ্জে ২ শিশু অপহরণের ঘটনায় আটক ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই এলাকার দুই শিশুকে অপহরণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার (৩১ জানুয়ারি) বিকেলে পুলিশ দুই নারীকে আটক করেছে।



শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গঙ্গানগর এলাকা থেকে ওই দুই শিশুকে অপহরণ করা হয়।

অপহৃত শিশুরা হলো, উপজেলা গঙ্গানগর এলাকার হাবিবুর রহমানের ছেলে সোহান (৪) ও ওয়াসিম মিয়ার ছেলে সফিকুল ইসলাম (৯)।

আটকরা নারীরা হলেন, একই এলাকার লতু মিয়ার স্ত্রী তাসলিমা আকলিমা ও বাদল মিয়ার স্ত্রী হাফসা আক্তার।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পিঠা খাওয়ার প্রলোভন দেখিয়ে হাফসা আক্তার ও তাসলিমা আক্তারের সহযোগিতায় বাদল মিয়া, রাজু মিয়াসহ একদল অপহরণকারী শিশু সোহান ও সফিকুলকে অপহরণ করে নিয়ে যায়।

পরে ওই দুই শিশুর পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত মুক্তিপণের টাকা না দেওয়া হলে শিশুদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

অপহরণের বিষয়টি অপহৃত দুই শিশুর পরিবার থানা পুলিশকে অবহিত করলে রোববার বিকেলে পুলিশ গঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করে। আটক নারীরা অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অপহৃত শিশুদের উদ্ধার ও অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।