ময়মনসিংহ: নানা অনিয়মের কারণে ময়মনসিংহের মাসকান্দা এলাকার হলি হোম নামে বেসরকারি হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ জরিমানা করেন।
তিনি বাংলানিউজকে বলেন, চিকিৎসক ও নার্সবিহীন ছাড়াই পরিচালিত হয় এ হাসপাতাল। এছাড়া হাসপাতালে অভিযানে বেশ কিছু প্যাথেডিন জাতীয় ‘নেলভান’ ইনজেকশন পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ পাঁচ শতাধিক ইনজেকশন, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যবহৃত সুই সিরিঞ্জ এবং অপারেশন থিয়েটারে অ্যানেসথেসিয়া ইনজেকশন অর্ধেকটা ব্যবহার করে বাকি অংশ স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রেখে পুনরায় ব্যবহারের জন্য রাখা হয়েছে।
হাসপাতলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানান তিনি।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময় ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমএএএম/জিপি/বিএস