ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জোহরা-শামসুন্নাহার সাহিত্য গবেষণা পুরস্কার পেলেন ড. মুরশিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
জোহরা-শামসুন্নাহার সাহিত্য গবেষণা পুরস্কার পেলেন ড. মুরশিদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশিষ্ট গবেষক ড. গোলাম মুরশিদকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের জোহরা-শামসুন্নাহার সাহিত্য গবেষণা পুরস্কার দেওয়া হয়েছে।

রাজশাহী: বিশিষ্ট গবেষক ড. গোলাম মুরশিদকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের জোহরা-শামসুন্নাহার সাহিত্য গবেষণা পুরস্কার দেওয়া হয়েছে।

 

রোববার (০৪ ডিসেম্বর) সকালে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে প্রথমবারের মতো তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান তার হাতে এ পুরস্কার তুলে দেন।

গোলাম মুরশিদ তার ‘ঊনবিংশ শতাব্দীর হিন্দু সমাজ সংস্কার সচেতনতার ইতিহাস এবং বাংলা নাট্য রচনায় তার প্রতিফলন (১৮৫৪-১৮৭৬)’ শীর্ষক অভিসন্দর্ভের মাধ্যমে ১৯৭৭ সালে রাবির ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অভিসন্দর্ভটি ‘উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলন ও বাংলা নাটক’ শিরোনামে ১৯৮৩ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।

ইনস্টিটিউটের ফেলো জাহিদুল ইসলাম ও নিবেদিতা রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে গোলাম মুরশিদ তার ‘নজরুল জীবনীর সন্ধানে’ শীর্ষক বক্তৃতা দেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। অনুষ্ঠানে ইনস্টিটিউট থেকে প্রকাশিত বাংলা ও ইংরেজি গবেষণা পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এসএস/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।