কুমিল্লা: কুমিল্লায় সেনা সদস্য নাজির আহাম্মেদকে হত্যার চেষ্টা মামলার পলাতক আসামি মো. জামাল হোসেনকে (২৬) গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ সদস্যরা।
রোববার (০৪ ডিসেম্বর) বিকেল ৪টায় কুমিল্লা সেনানিবাসের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জামাল হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকার জলিল মিয়ার ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ১১ নং আসামি।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩ নভেম্বর বেলা ১১ টায় বুড়িচং উপজেলার কংশনগর বাজারে আলী হোসেনের ওয়ার্কশপ দোকানের সামনে আসামি মো. জামাল হোসেনসহ মো. আবু মুছা মিয়া (৫৫), মো. কবির হোসেন (৩৫), খোকন মিয়া (৪৫), জসিম উদ্দিন (৪০), মো. আকতারুজ্জামান, কামাল মিয়া (৪০), হাসান (১৮), মো. রাসেল (১৮), জুয়েল (২২), ফরহাদ (২৫), ও ফরিদ মিয়াগণ (৫০) একত্রিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সৈনিক মো. নাজির আহাম্মেদকে মাথাসহ শরীরের অন্যান্য অংশে আঘাত করে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এনটি