কুমিল্লা: কুমিল্লা প্রশাসনের উদ্যোগে প্রায় ৭৫ লাখ টাকার মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (০৪ ডিসেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা নগরীর কাপ্তানবাজার গোমতি নদীর খেয়াঘাটে এ মাদকগুলো ধ্বংস করা হয়।
এরমধ্যে- ৩৬৬ কেজি গাঁজা, ৩৬ বোতল বিয়ার, চার বোতল ফেনসিডিল ও ২৪৮ পিস ইয়াবা।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা আমলী আদালত-৮’র বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহদ বিন আমিন চৌধুরী, কুমিল্লা আমলী আদালত-২’র বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারেক আজিজ, বাঙ্গরা থানার উপ পরিদর্শক (এসআই) মো. মোস্তফা, মুরাদনগর থানার উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম, বি-পাড়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন ও কুমিল্লা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আরিফুর রহমান ও উপ পরিদর্শক (এসআই) মো. শামীম আল মামুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এনটি