ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনী হবে গ্রিন ও ক্লিন সিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
ফেনী হবে গ্রিন ও ক্লিন সিটি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেছেন, ফেনী হবে গ্রিন ও ক্লিন শহর। এ লক্ষ্যে জেলা প্রশাসন জোর প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ফেনী: ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেছেন, ফেনী হবে গ্রিন ও ক্লিন শহর। এ লক্ষ্যে জেলা প্রশাসন জোর প্রচেষ্টা অব্যাহত রাখবে।

রোববার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর জীবন-এ প্রতিপাদ্যের আলোকে চলবে এ কর্মসূচি। এ ব্যাপারে ফেনী পৌরসভাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাইবেন বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, ফেনী শহর হবে এমন একটি শহর, অন্য কোনো জেলা থেকে কেউ এলে এ শহরের সবুজ আর পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে যেন মুগ্ধ হয়।
জেলা প্রশাসক আরো বলেন, ইতোমধ্যেই ফেনী বিজয় সিংহ দিঘী পাড়ের সার্কিট হাউজ এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে এ অভিযান শুরু হয়েছে। এর পরের ধাপ ফেনী কোর্ট বিল্ডিং এলাকা।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক দেবময় দেওয়ান, ফেনী প্রেসক্লাবের সহ সভাপতি আজাদ মালদার, দিলদার হোসেন স্বপন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, কোষাধ্যক্ষ শেখ ফরিদ রতন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, সমাজ ও সাংস্কৃতিক সংগঠক নাসিম আনোয়ার জাকি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।