ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ১০ দিনব্যাপী তায়কোয়ানডো প্রশিক্ষণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
নড়াইলে ১০ দিনব্যাপী তায়কোয়ানডো প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইলে ১০ দিনব্যাপী তায়কোয়ানডো প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

নড়াইল: নড়াইলে ১০ দিনব্যাপী তায়কোয়ানডো প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৪ ডিসেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রশিক্ষণের ‍উদ্বোধন করেন।

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ‍এ প্রশিক্ষণের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ক্রীড়া পরিষদের তায়কোয়ানডো প্রশিক্ষক মো. ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সহ- সম্পাদক কৃষ্ণ পদ, যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম শাস্ত, আব্দুর রশীদ মন্নু, অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।