ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে লিফটে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
রাজশাহীতে লিফটে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় নির্মাণাধীন ভবনে লিফটের কাজ করতে গিয়ে আবদুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রাজশাহী: রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় নির্মাণাধীন ভবনে লিফটের কাজ করতে গিয়ে আবদুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (০৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দরিখরবোনা এলাকার শহিদুল ইসলাম বাচ্চুর বাড়িতে এ ঘটনা ঘটে।

সিটি লিফট নামে একটি কোম্পানির শ্রমিক নিহত খালেক। তিনি নগরীর মতিহার থানার কাটাখালী দালালপাড়া এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, নির্মাণাধীন ১০তলা ওই ভবনের চারতলার লিফটের কাজ করছিলেন খালেকসহ চারজন শ্রমিক। এ সময় হঠাৎ খালেক মাথা ঘুরে নিচে পড়ে যান। পরে খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালেকের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এসএস/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।