ঢাকা: বিপ্লবী বিশ্বনেতা ফিদেল কাস্ত্রোর প্রয়াণে র্যালি ও তার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
রোববার (৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাম মোর্চার সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের নেতা ফিরোজ আহমেদ এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন- বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, মহান নেতা ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবার নাগরিকরা মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে বিশ্ববাসীর সামনে দাঁড়াতে শিখেছে। নাগরিকদের দায়িত্ব ও রাষ্ট্রের দায়িত্বে সেখানকার জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যা দুনিয়ার যেকোনো দেশের জন্য শিক্ষণীয়।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এনটি/এইচএ/