ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকা: রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে, প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার হাঙ্গেরিতে দ্বিপাক্ষিক সফর ও বিশ্ব পানি সম্মেলন এবং মরক্কোতে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
 
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
 
প্রধানমন্ত্রী গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাষ্ট্রপতি জেনসন আবের এর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সেদেশে যান। সফরকালে তিনি বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব পানি সম্মেলনে অংশগ্রহণ করেন।
 
এছাড়া তিনি গত ১৪ নভেম্বর তিন দিনের সরকারি সফরে মরক্কো যান। সেখানে ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমইউএম/এইচএ/এসএইচ

** বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।