ঢাকা: রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের পাশে রেজাউল অ্যাপারেলস গার্মেন্টস স্থানান্তর নিয়ে শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দুই পোশাক শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (০৫ ডিসেম্বর) সকাল ৭টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।
আহত শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলানিউজকে জানান, মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
আহতরা হলেন- পোশাক শ্রমিক সোনিয়া ও কারখানার পাশের মল্লিক প্লাজার নিরাপত্তা কর্মী মাহফুজ।
গার্মেন্টস শ্রমিকরা জানান, রেজাউল অ্যাপারেলস গার্মেন্টস গাজীপুরের কোনাবাড়িতে স্থানান্তর করা হবে বলে জানিয়ে আসছিলেন গার্মেন্টস মালিক। কিন্তু শ্রমিকরা এতে নিষেধ দেন। সোমবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন গেটে তালা এবং পুলিশ ডিউটি করছে। এক পর্যায়ে শ্রমিকরা আন্দোলন শুরু করলে পুলিশ তাদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
বর্তমানে গার্মেন্টস এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এজেডএস/আরএটি/বিএস