ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (০৫ ডিসেম্বর) সকালে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রোববার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গী রেলওয়ে স্টেশনে আউটার সিগ্যনালের উত্তরপাশে অজ্ঞাত ওই যুবক দাঁড়িয়ে ছিলেন। পরে ঢাকা-ভৈরব রেললাইন দিয়ে ট্রেন যাওয়ার সময় ট্রেনের নিচে মাথা দিয়ে ওই যুবক আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পরনে নেভী ব্লু  রঙয়ের জিন্স প্যান্ট ও ছাই রংয়ের চেক শার্ট রয়েছে। নিহতের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
আরএস/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।