লক্ষ্মীপুর: ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত অর্থদণ্ড, ভূমি উন্নয়ন কর গ্রহণ না করা এবং ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন ব্যাংকে না নেওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ারীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট করেছেন।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় বণিক সমিতির আহ্বানে দোকান বন্ধ করে শহরে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।
সমাবেশে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থদণ্ড বন্ধ করা, ভূমি উন্নয়ন কর এবং ১, ২ ও ৫ টাকার নোট ও কয়েন ব্যাংকে গ্রহণের দাবি জানান।
পরে এসব দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন ব্যবসায়ী নেতারা।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
আরএ