রৌমারী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে মুক্তিযোদ্ধা নবিবর রহমানকে (৬৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (০৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জানাজা শেষে রৌমারী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, রৌমারী কেরামতিয়া ফাজিল মাদরাসা মাঠে মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এ সময় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) রফিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা খন্দকার শামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
রোববার (০৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নটানপাড়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরন করেন নবিবর।
মুক্তিযোদ্ধা নবিবর রহমান ১৯৫৮ সালের ২৯ মে নটানপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ৪ ছেলে রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এজি/পিসি