ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সামদাদো রেস্তোরাঁর ম্যানেজারসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, ডিসেম্বর ৬, ২০১৬
সামদাদো রেস্তোরাঁর ম্যানেজারসহ আটক ৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান ২ নম্বরের সামদাদো রেস্তোরাঁর ম্যানেজারসহ ৭ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঢাকা: গুলশান ২ নম্বরের সামদাদো রেস্তোরাঁর ম্যানেজারসহ ৭ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ওই রেস্তোরাঁর একটি কক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের গুলশান থানায় নেওয়া হয়।

গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নামপরিচয় জানাতে পারেননি।

আটকদের মধ্যে ওই রেস্তোরাঁর ম্যানেজার রয়েছে বলে সূত্রে জানা গেছে।

দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্তোঁরায় মাহবুবুল হক শাকিলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
পিএম/এসজেএ/এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।