ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে সরকার।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।
এতে সরকারের তরফে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
বৈঠকে আরও অংশ নেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান ও সংশ্লিষ্ট দেশগুলোর কূটনীতিকরা।
সম্প্রতি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।
মূলত সে সব বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে জানাতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এসআরএস/আরআই