ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে কারখানার আগুনে দগ্ধ কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
হাজারীবাগে কারখানার আগুনে দগ্ধ কিশোরের মৃত্যু

রাজধানীর হাজারীবাগ ভাগলপুর কোম্পানিঘাটের লেদার কারখানার আগুনে দগ্ধ চার জনের মধ্যে সজীব (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

ঢাকা: রাজধানীর হাজারীবাগ ভাগলপুর কোম্পানিঘাটের লেদার কারখানার আগুনে দগ্ধ চার জনের মধ্যে সজীব (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থা সে মারা যায়।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১ ডিসেম্বর (বৃহস্পতিবার) হাজারীবাগের ভাগলপুর কোম্পানিঘাট এলাকায় তামজিদ লেদার নামে এক মানিব্যাগ তৈরির কারখানায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে তিন শিশুসহ চারজন দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ০৬, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।