গণ বিশ্ববিদ্যালয় (সাভার): দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ চালু করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
এতে নতুন এ অনুষদের ইনচার্জ অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান বলেন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত ছয় মাস ইন্টার্নশিপসহ ৫ বছর মেয়াদী এ অনার্স কোর্সটি বিএসসি কোর্সটি খোলা হয়েছে।
‘প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যোগ্য ও দক্ষ ভেটেরিনারিয়ান তৈরি করাই এ অনুষদের লক্ষ্য। ’
তিনি বলেন, ভেটেরিনারি কাউন্সিল ও দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম অনুযায়ী একটি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার উপযোগী সিলেবাস প্রণয়ন করা হয়েছে।
কোর্সটিতে ভর্তির জন্যে ভর্তিচ্ছুদের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নূন্যতম ২.৫ জিপিএ পেতে হবে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন আগ্রহীরা।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এজি/এমএ