ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে মাদকাসক্তদের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
যশোরে মাদকাসক্তদের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

যশোর সদর উপজেলায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় মাদকাসক্তদের ছুরিকাঘাতে সায়েদ আলী (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

যশোর: যশোর সদর উপজেলায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় মাদকাসক্তদের ছুরিকাঘাতে সায়েদ আলী (২০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  

বুধবার (০৭ ডিসেম্বর) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

একই ঘটনায় হাতুড়িপেটায় গুরুতর আহত হয়েছেন সায়েদের বাবা আবুল খায়ের। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি সদর উপজেলার তেজরোল গ্রামে।  

তবে সায়েদ বাবা-মায়ের সঙ্গে উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামে বাসা ভাড়া করে থাকতেন।

নিহতের বাবা আবুল খায়ের বাংলানিউজকে বলেন, আমরা গহেরপুর গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে ভাড়া থাকি। প্রায়ই বাড়ির মালিকের ছেলে মিজান লোকজন নিয়ে আমার ঘরে বসে নেশা করেন। এতে বাধা দিলে তারা হুমকি-ধামকি দেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে মিজান আমাদের ঘরে মাদকের আড্ডা বসান। এতে বাধা দিলে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার দু’টি দাঁত ভেঙে দেন। এসময় সায়েদ ঠেকাতে এলে তাকে ছুরিকাঘাত করেন তারা। এ অবস্থায় স্থানীয় লোকজন আমাকে ও আমার ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সায়েদের মৃত্যু হয়।  
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বলেন, অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
ইউজি/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।