ঢাকা: গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) সম্মেলনে যোগ দিতে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।
শুক্রবার (০৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা পৌঁছান তিনি।
শনিবার (১০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের উদ্বোধন করবেন। জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক বিশেষ প্রতিনিধি গ্রেগরি মানিয়াতিস, ইউএন উইমেনের উপ নির্বাহী পরিচালক লক্ষ্মীপুরি, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রেডার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল উ হংবো উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসীকল্যাণ মন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রীও উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেবেন। পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ১২ ডিসেম্বর অধিবেশনের সমাপনী করবেন।
জিএফএমডি চেয়ারম্যান হিসেবেই বাংলাদেশ এবারের সম্মেলনের আয়োজক।
সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও শনিবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে বলে জানা গেছে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৮ ডিসেম্বরের ভারত সফর স্থগিত হওয়ায় দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ সফরটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
জেপি/জেডএস