ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাপান-বাংলাদেশ মানবাধিকার সংস্থার পরিচ্ছন্নতা কর্মসূচি শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
জাপান-বাংলাদেশ মানবাধিকার সংস্থার পরিচ্ছন্নতা কর্মসূচি শনিবার

‘পরিচ্ছন্ন ঢাকা-সুন্দর বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রাস্তাঘাট, শপিংমল ও হাসপাতাল এলাকা পরিষ্কার রাখার পরিকল্পনা নিয়েছে জাপান-বাংলাদেশ মানবধিকার সংস্থা।

ঢাকা: ‘পরিচ্ছন্ন ঢাকা-সুন্দর বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে রাস্তাঘাট, শপিংমল ও হাসপাতাল এলাকা পরিষ্কার রাখার পরিকল্পনা নিয়েছে জাপান-বাংলাদেশ মানবধিকার সংস্থা।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে থেকে এর কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরশেনের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার কমরেড এম এ রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কামাল আহম্মেদ মজুমদার (এমপি)। এতে সভাপতিত্ব করেবন সাবেক বিমান বাহিনীর প্রধান ও সংসদ সদস্য মো. রফিকুল ইমলাম। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন জাপান-বাংলাদেশ মানবাধিকার সংস্থার মহাসচিব আমিনুল ইসলাম হান্নান।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।