ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে বরিশালে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে বরিশালে শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘উন্নয়নের অ‌ক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’ ‘যথাযথ ভ্যাট দেই, বছর শেষে পুরস্কার নেই’ এমন স্লোগানে বরিশালে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা করা হয়েছে।

ব‌রিশাল: ‘উন্নয়নের অ‌ক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’ ‘যথাযথ ভ্যাট দেই, বছর শেষে পুরস্কার নেই’ এমন স্লোগানে বরিশালে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা করা হয়েছে।

 

শ‌নিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগের আয়োজনে ব‌রিশাল নগরীর গোরাচাঁদ দাস রোডের বিভাগীয় ভ্যাট কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।

যা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শেষে আবার ভ্যাট কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উপ‌স্থিত ছিলেন কাস্টমস অ্যান্ড ভ্যাটের বিভাগীয় কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সুপারেন্টেন্ডেন্ট আলী আজহর প্রমুখ।

৯ থেকে ১৫ তা‌রিখ পর্যন্ত বরিশালে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পা‌লিত হবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এমএস/এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।