ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ধুনটে মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করি’-স্লোগান নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

ধুনট (বগুড়া): ‘অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করি’-স্লোগান নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় লাইট হাউসের উদ্যোগে ধুনট উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম।

ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবহান, নিমগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলী, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, লাইট হাউসের উপজেলা কো-অর্ডিনেটর সানজিদা নাসরিন, মৈত্রী পল্লী উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, লাইট হাউসের উপজেলা প্যারালিগ্যাল ওমর ফারুক, মোস্তাফিজুর রহমান, চিকাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবুল কালাম,  ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম, সুবিধাভোগী শিপলা খাতুন ও সাফিয়া খাতুন প্রম‍ুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।