ঢাকা: অভিভাবকদের প্রতি সন্তানদের আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এ আহ্বান জানান তিনি।
আসাদুজ্জামান নূর বলেন, আগের দিনে আমাদের বাবা-মায়েরা আমাদের সময় দিতেন। ভালো-মন্দ শেখাতেন। এখনকার অভিভাবকরা অনেক ব্যস্ত। তারা তাদের সন্তাদের সময় দিতে পারেন না। কিন্তু সন্তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।
পড়ালেখার পাশাপাশি শিশুদের অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়াও জরুরি বলে মনে করেন মন্ত্রী।
তিনি বলেন, বাচ্চাদের শুধু পড়ালেখা করালেই চলবে না। পড়ালেখার পাশাপাশি চিত্রাঙ্কন, সঙ্গীতচর্চা বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে হবে। আর নয়তো শিশুদের মস্তিষ্ক শুকিয়ে যাবে, মরে যাবে। তাই বাবা-মায়েরই উচিত সন্তানদের সাংস্কৃতিক কাজের সঙ্গে জড়িত রাখা।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ইউএম/এএটি/এমজেএফ