হিলি (দিনাজপুর): ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতের বালুরঘাট শিশু শোধনাগারে দেড়বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে আট বাংলাদেশি শিশু-কিশোর।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ভারতের হিলি অভিবাসন কেন্দ্রের ওসি মো. নাসির হোসেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. রফিকুজ্জামানের কাছে তাদের হস্তান্তর করেন।
এসময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার হেপুনি কাশি ও বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
কারাভোগ শেষে দেশে ফেরত আসা শিশু কিশোররা হলো- দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দলি গ্রামের রাধাকান্ত রায়ের ছেলে অমৃত চন্দ্র রায় (১৫), একই এলাকার দিল বাবু রায়ের ছেলে গৌতম রায় (১৫), নাসির উদ্দিনের ছেলে সুজন আলি (১৬), আমির আলির ছেলে সোহেল রানা (১৪), আব্দুল রাজ্জাকের ছেলে আরিফুল ইসলাম (১৫), মকবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৬), আব্দুল কাদেরের ছেলে মিজানুর রহমান (১৫) ও ঢাকার কেরানিগঞ্জের হিন্দুপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মো.জুবায়িদ (১৪)।
এদের মধ্যে প্রথম সাতজন ভারতের বালুরঘাট শিশুশোধনাগারে ১৯ মাস এবং অপর একজন এক বছর মেয়াদে কারাভোগ করেছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান বাংলানিউজকে জানান, কাগজপত্রের প্রক্রিয়া শেষে শিশু-কিশোরদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
পিসি/