ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তারেক রহমান (১৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নাটোর: নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তারেক রহমান (১৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত তারেক উপজেলার তেঘড়িয়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুজ্জামান বাংলানিউজকে জানান, প্রায় প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন তারেক। বিষয়টি তারেকের পরিবারকে একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীর অভিভাবকরা থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে তারেককে আটক করে পুলিশ।

পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদাণ্ডাদেশ দেন।

অপরদিকে, একই সময় গাঁজা সেবনের দায়ে বেলাল হোসেন (৩৮) নামে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তিনি নলডাঙ্গা উপজেলার শাখাড়িপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।